কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিষু উৎসব উদযাপন করা হয়েছে।
শনিবার ( ১৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলগত ভাবে মণিপুরী নারীদের নিয়ে নিকল খেলা অনুষ্ঠিত হয়। একাডেমির অডিটোরিয়ামে মণিপুরী সাংস্কৃতিক পরিবেশনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমির গবেষণা কর্তাকর্তা প্রবাস চন্দ্র সিংহ এর সঞ্চালনায় ও একাডেমির অতিঃ দায়িত্ব উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত ড. রণজিৎ সিংহ, বিশেষ অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, লোক গবেষক আহমদ সিরাজ। এছাড়া বক্তব্য রাখেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, সাংবাদিক শাহিন আহমদ, নির্মল এস পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।