শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আয়োজনে শনিবার (২৯জুন) সকাল ১১টায় টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স হলে পর্যটন শিল্পের উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনিতা দেবের সঞ্চালনায় শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার  আহবায়ক জনাব আবু সিদ্দিক মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি জনাব মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ট্যুরিষ্ট পুলিশ সিলেট রিজিয়ন আলতাফ হোসেন পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামান, ট্যুরিষ্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবিব, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, শ্রীমঙ্গল বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন ও বিভিন্ন হোটেল ও রিসোর্টের পরিচালক, ট্যুরিষ্ট গাইড সদস্য  ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্র্যান্ড সেলিম রিসোর্টের পরিচালক মোঃ সেলিম আহমেদ। পর্যটনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় মুল বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন এসকে দাস সুমন,ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন সাধারন সম্পাদক তাপস দাস, মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, লাউয়াছড়া জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আহবায়ক জলি পাল, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস, বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ডাঃহরিপদ রায়, দেবাশীষ চৌধুরী রাজা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।