কমলগঞ্জে চা বাগানে ডাকাতি ॥ আহত ১

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে আলীনগর চা বাগান হাসপাতাল সংলগ্ন বাগান কর্মচারী গৌতম করের বাসায় এ ঘটনাটি ঘটে।
ডাকাত আক্রান্ত চা বাগান কর্মচারী গৌতম কর (৪৫) জানান, রাত ৩টার দিকে সশস্ত্র একদল ডাকাত বাসার সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে তছনছ করে নগদ ২০ হাজার টাকা, দুটি দামি মুঠোফোন, একটি ট্যাব, একটি সনি টিভি, হারমোনিয়ান ও ব্যবহারী ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদলের প্রহারে তিনি (বাসার মালিক গৌতম কর) আহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে শনিবার ভোরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ করবেন বলেও আক্রান্ত পরিবার জানান।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।