স্টাফ রিপোর্টার: ‘‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক; শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ২ ঘটিকায় কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুলের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক জনাব আব্দুল মুমিন এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জয়নাল আবেদীন।
সহকারী শিক্ষক জনাব হাবিবুর রহমান এর সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ম্যানেজিং কমিটির সদস্য- জনাব হাসান সরওয়ার চৌধুরী, সাংবাদিক আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক আবুল হোসেন, শ্যামল কুমার সিংহ, মো: হাবিবুর রহমান, শিক্ষার্থী- সুমাইয়া রহমান, শাশ্বতী সিন্হা, প্রতিভা দেবী। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সবাইকে নিয়ে কেক কাটা হয়।