ধলাই ডেস্ক: ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। এসময় জামায়াত নেতারা নির্বাচন প্রত্যাখান করতে সবাইকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান।
কর্মসূচি পালনকালে জামায়াত নেতারা বলেন, ‘নির্বাচনের নামে সার্কাস ও চর দখলের ষড়যন্ত্র মোকাবিলায় বীর জনতা রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা এ নীল নকসার নির্বাচন প্রতিহত করতে সবাইকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান।