জোয়ারের পানিতে লোকালয়ে ভেসে এলো চিত্রা হরিণ।

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৪
সংগৃহীত

ধলাই ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জোয়ারে ভোলার চরফ্যাশনে লোকালয়ে ভেসে এলো একটি চিত্রা হরিণ। রোববার (২৬ মে) বিকেলে উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়নের মনুরা মাছঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। পরে হরিণটি কুকরি-মুকরি ইউনিয়নের বন বিভাগের রেঞ্জ অফিসে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চরফ্যাশনের সাগর মোহনার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি ইউনিয়ন ৪-৫ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে।

জোয়ারের তোড়ে ইউনিয়নের মনুরা মাছঘাটের দক্ষিণে সংরক্ষিত বন থেকে একটি চিত্রা হরিণ ভেসে আসে। পরে স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে হরিণটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগের চর কুকরি-মুকরি ইউনিয়নের রেঞ্জ অফিসার সুমন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, হরিণটি পায়ে আঘাত পাওয়ায় জোয়ারের তোরে লোকালয়ে ভেসে আসে।

পরে সেটি উদ্ধার করে বন বিভাগের অফিসে রেখে চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। হরিণটি স্ত্রী প্রজাতির এবং ৭-৮ মাস বয়সী। আবহাওয়া স্বাভাবিক হলে সেটিকে সুস্থ করে বনে ছেড়ে দেওয়া হবে।