
মৌলভীবাজার প্রতিনিধি: “প্রতিটি চালক, প্রতিটি যাত্রী দায়িত্বশীল হোক” এই শ্লোগানকে ধারণ করে সড়ক নিরাপত্তা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা)-এর নতুন আহ্বায়ক পরিষদ গঠিত হয়েছে।
সংগঠনের মূল লক্ষ্য একটি দুর্ঘটনামুক্ত, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি চালক, যাত্রী ও পথচারী নিরাপদে চলাচল করতে পারে। নিযাচা সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক শিক্ষা এবং সমাজে দায়িত্বশীল চলাচলের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নতুন আহ্বায়ক পরিষদে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শ. ই সরকার জবলু এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন শাহনেওয়াজ চৌধুরী সুমন। আহ্বায়ক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন মো. রুহুল আলম রনি, হাফেজ মো. মুজাহিদ আহমেদ, রাজন আবেদীন রাজু, রুমানা রুমু, লাকী খান, সামাদ মিয়া, ইমন আহমেদ, সাজন আহমেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, আলতাফ আহমেদ, জামিল আহমেদ, তায়েফ আহমেদ, আব্দুস সামাদ, কাইয়ুম আহমেদ, তানভির আহমেদ, রফিক মিয়া, রুবিনা আক্তার ও আকাশ আহমেদ।
আহ্বায়ক শ. ই সরকার জবলু বলেন, আমাদের লক্ষ্য হলো সবাইকে সচেতন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। প্রতিটি মানুষকে দায়িত্বশীল করা আমাদের মূল উদ্দেশ্য। সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী সুমন বলেন, নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বাড়াতে আমরা মাঠপর্যায়ে কাজ করব। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।”
নতুন আহ্বায়ক পরিষদ শিগগিরই সড়ক নিরাপত্তা, সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে দায়িত্ববোধ তৈরির কার্যক্রম হাতে নেবে বলে জানা গেছে।