
ধলাই ডেস্ক: সমাজ পরিবর্তন ও মানবসেবার অঙ্গীকারে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে কমলগঞ্জ”-এর ২০২৫–২০২৬ সালের আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন ও স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের অনুমতিক্রমে অনুমোদিত এই কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: শরিফ মিয়া, সাধারণ সম্পাদক: শাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক: ইবাদুর রহমান ইমন, অর্থ সম্পাদক: মোঃ রুবেল মিয়া, দপ্তর সম্পাদক: মোঃ নজরুল ইসলাম, সদস্য: মেহেদী হাসান শাকিব, সদস্য গোলাম রব্বানী শুভ।
ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শরিফ মিয়া ও সাধারণ সম্পাদক শাকিব আহমেদ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।