ডেস্ক নিউজঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।বুধবার (১৭এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের সম্পাদক শিক্ষক মোঃমোশাহিদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়মীলীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দীন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মুমিন তরফদার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ সাংবাদিক মোনায়েম খাঁন,আহমেদুজ্জামান আলম,সালাউদ্দিন শুভ,হ্রদয় ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।শেষে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিক্ষিকা মুক্তাদেবী, সূজিতা সিনহা ও কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব।