আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে কমলগঞ্জে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

ডেক্স রিপোর্ট: ইভটিজিং প্রতিরোধে রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা না সামাজিক সচেতনতা প্রয়োজন ? ” সমসাময়িক এই সমস্যা কে নিয়ে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আরডিআরএস বাংলাদেশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ আয়োজন করে। গত ১৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা হতে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪জন প্রতিযোগিদের নিয়ে উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিকাল ৪.০০ঘটিকায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সামছুন নাহার পারভিন । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস আক্তার , কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবীর , কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মাজহারুল ইসলাম মান্না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক জনাব সামছুল হক এবং প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন আরডিআরএস বাংলাদেশের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার জনাব মোঃ এখলাছ মিয়া।