শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসিয়া পুঞ্জিগুলোর মান্ত্রীদের (গ্রাম প্রধান) সাথে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল) এর পুঞ্জি এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭জুলাই) দুপুরে শ্রীমঙ্গলে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল) জনাব আশরাফুজ্জামান।
এসময় শ্রীমঙ্গল উপজেলার ১২টি খাসিয়া পুঞ্জির প্রধান ফিলা পতমী, উয়েল সুরং, ডিবারমিন পতাম,ডেনিংটন সুটিং, নেরিয়ুস বুআম, মনি সুরং, পারবন খংফান, এডিসন তারিয়াং,বেলজিও পতাম, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে পুঞ্জি এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
বর্তমানে ছেলেধরা গুজবে কেউ যেন গণপিটুনির শিকার না হয় এবং আতংকিত হয়ে কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেই এবিষয়ে থানা পুলিশকে অবহিত করার জন্য পুঞ্জি প্রধানদের অনুরোধ জানান তিনি।