আসহাবুর ইসলাম শাওন কমলগঞ্জ থেকেঃ কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে (১৯৮৪) সালে কমলগঞ্জের প্রথম প্রকাশিত হওয়া সাপ্তাহিক ধলাইর ডাক পত্রিকা টি বন্ধ হওয়ার ৩৫ বছর পর পুনরায় শুভ উদ্বোধন হলো অনলাইন পত্রিকা ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকম নামে। বৃহস্পতিবার(২৫এপ্রিল) রাত সাড়ে টায় ভানুগাছ চৌমুহনীস্হ গ্রামের বাড়ীতে চাইনিজ রেস্টুরেন্ট ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মো. আনহার আলীর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমি আক্তার। এসময় উদ্বোধক হিসাবে অনলাইন পত্রিকাটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল) সার্কেল মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃমোবারক হোসেন। কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন,শমসেরনগর পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী।অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শুভেচ্ছা বক্তব্য দেন ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন। অনুভূতিব্যক্ত করেন জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোশাহিদ আলী,সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু,প্রনিত রঞ্জন দেবনাথ,শাহিন আহমদ, এস এ চৌধুরী জয়,ব্যবসায়ী রাসেল হাসান বক্ত প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি,সুশিল সমাজের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেসার মানুষ। বক্তারা বলেন সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের অংশ বস্তুুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অসহায় নিপিড়িত মানুষের মূখপাত্র হিসেবে কাজ করবে। অনুষ্টান শেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এবং কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মান কাজের জন্য অনুদানের ৫০ (হাজার) টাকার চেগ কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতির হাতে হস্তান্তর করেন ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মো. আনহার আলী। অনলাইন পত্রিকাটির প্রধান সম্পাদক মো. আনহার আলী, প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আশরাফ সিদ্দিকী পারভেজ । বার্তা সম্পাদক আসহাবুর ইসলাম শাওন। তাদের বক্তব্যে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক খবরের পাশাপাশি, খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, সাফল্যের সংবাদ,পর্যটনসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির খবর গুরুত্ব দিয়ে পত্রিকাটিতে তুলে ধরা হবে। তবে স্থানীয় সংবাদকে বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। আগামী তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকাটি প্রিন্ট আকারে প্রকাশিত করার প্রস্তুতি নেয়া হবে বলেও ঘোষণা দেন পত্রিকার প্রধান সম্পাদক। এছাড়া পত্রিকাটি উপদেষ্টা হিসেবে রয়েছেন ৩৫ বছর আগে প্রকাশিত ধলাই ডাক পত্রিকাটির
প্রধান সম্পাদক ইউছুফ আলী ।