এখনও ধরা যায়নি কোরবানির সেই মহিষ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কোরবানির সময় হঠাৎ লাফিয়ে উঠে শিংয়ের গুঁতোয় ১১ জনকে আহত করা মহিষটি এখনও ধরা যায়নি। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভূঞাপুরের বিল নিকলা গ্রামের চর অলোয়াতে অবস্থান করছে মহিষটি।

স্থানীয় সূত্র জানায়, ভূঞাপুরের বিল নিকলা গ্রামের চর অলোয়াতে অবস্থান করা মহিষটি দেখতে ভিড় করে আছে উৎসুক মানুষ। মহিষটি স্বাভাবিকভাবে বিলের ঘাস এবং অন্যান্য খাবার খাচ্ছে। তবে কেউ আশপাশে গেলে মহিষটি দূরে সরে যায়। সেই সঙ্গে কেউ কাছে আসছে টের পেলে দ্রুত হাঁটতে শুরু করে মহিষটি।

এর আগে ঈদের দিন সোমবার বেলা ১১টার দিকে ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে আরিফুল সরকারের বাড়িতে কোরবানি দেয়ার সময় হঠাৎ লাফিয়ে ওঠে মহিষটি। এ সময় মহিষটির গুঁতোয় ১১ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ভূঞাপুর থানা পুলিশ ওই মহিষকে থামাতে গুলি ছোড়ে। তবে সেটি মহিষের গায়ে লাগেনি।

পুলিশ বলছে, উৎসুক জনতা ভিড় করায় মহিষটিকে এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভূঞাপুর উপজেলার বিল নিকলা গ্রামে অবস্থান করছে মহিষটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের নির্দেশে ক্ষিপ্ত ওই মহিষকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। ততক্ষণে মহিষটি দেখতে আশপাশের হাজারও উৎসুক মানুষ চলে আসে। বারবার উৎসুক জনতাকে সরতে মাইকে ঘোষণা দেয়া হলেও কেউ সরেনি। ফলে মহিষটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে মহিষটি একই স্থানে দাঁড়িয়ে আছে এখনো।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূঞাপুরের বিল নিকলা গ্রামের চর অলোয়াতে অবস্থান করছে মহিষটি। ২৪ ঘণ্টা পরও মহিষটি এখনো ধরা যায়নি।