মৌলভীবাজার সদরের রায়শ্রী গ্রামে শনিবার দুপুরে পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
নিহত মুহিবুর রহমান জিতু মৌলভীবাজার সদরের একাটুনা ইউপির বিরইমাবাদ গ্রামের ফরকিত উল্ল্যাহর ছেলে। আহতরা হলেন- মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মুমিন উল্ল্যা, কনস্টেবল দবির আহমদ ও সোহেল মিয়া। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের অ্যাডিশনাল এসপি রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদে একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় পুলিশের ওপর ব্যবসায়ীরা হামলা করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে। এতে জিতু গুলিবিদ্ধ হয়। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত জিতুর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় দস্যুতা, মাদকসহ ১০টি মামলা রয়েছে।