শ্রীমঙ্গলে ‘মহাভারতের আলোকে আজকের বিশ্ব’ শীর্ষক সভা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
ছবি- ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘মহাভারতের আলোকে আজকের বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (আগস্ট) রাতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, আওয়ামী লীগ নেতা অর্ধেন্দু দেব, ডা. বিনেন্দু ভৌমিক ও এডভোকেট নৃত্য গোপাল গোম্বামী।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল। তিনি ‘ভগবান শ্রীকৃষ্ণই কল্যাণ রাষ্ট্রের জনক’ শীর্ষক একটি প্রবন্ধও পাঠ করেন। আর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকৌশলী তুষার সরকার।

এসময় ভগবান শ্রীকৃষ্ণের রাজনৈতিক ভূমিকা শীর্ষক বিশেষ বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু দেব। মহাভারত ও বিজ্ঞান শীর্ষক আলোচনায় অংশ নেন ডা. বিনেন্দু ভৌমিক। মহাভারত ও বর্তমান সমাজে এর প্রতিফলন বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট নৃত্য গোপাল গোস্বামী। আর মহাভারতই জীবন বিষয়ে বিষদ আলোচনা করেন শ্রীমঙ্গল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব।

এছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক অঞ্জন দেব, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, কবি নয়ন লাল দেব, মুকুল দেব রায়, বকুল পাল, দিজেন্দ্র লাল রায়, জগদীশ চৌধুরী, ভানু পাল, প্রধান শিক্ষক অনুপ দেব, সাংবাদিক এসকে দাশ সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, অ্যাডভোকেট অম্লান দেব রাজু, ন্যাপ নেতা সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম, সাংবাদিক শিমুল তরফদার ও বিক্রমজিৎ বর্ধন।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা এ আলোচনা সভায় উঠে আসে ৫ হাজার বছর আগের মহাভারতের বিভিন্ন বিষয়াদি। যার অনেক কিছুই বর্তমান বিশ্বের সাথেই বাস্তবতা রয়েছে।