
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে রাস্তায় ফেলে লাঞ্চিত করার ঘটনায় তার মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী বখাটে সাইফুল খানকে গ্রেফতার করেছে।
শনিবার বিভিন্ন সংবাদপত্রে “ প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় কমলগঞ্জে কলেজছাত্রী লাঞ্চিত” শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির হোসেন বলেন, শনিবার বেলা আড়াইটায় ঘটনা ঘটার পর খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় ছাত্রীর বাড়ি গিয়ে তার জবানবন্ধী গ্রহন করার পর থেকে আসামী বখাটেকে খোঁজা হচ্ছিল। এদিকে আহত ছাত্রী শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করে গতকাল রোববার ছাড়পত্র নিয়ে নিজ বাড়ি ফিরে আসে। রোববার ছাত্রীর মা (ছয়ফুল বেগম) বাদি হয়ে একমাত্র বখাটে সাইফুল খানকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রোববার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির হোসেন-এর নেতৃত্বে পুলিশের একটি দল পতনউষারের ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রাম থেকে আসামী সাইফুলকে গ্রেফতার করেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য শনিবার পতনউষার স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির একটি ছাত্রীকে শ্রীসূর্য গড়ের টিলা গ্রামে রাস্তায় আটকিয়ে বখাটে সাইফুল মাটিতে ফেলে লাঞ্চিত করেছিল।
এমনকি বখাটে ছাত্রীর বুকের ওপর উঠে চাকু বের করে ভীতি প্রদর্শণ করেছিল। এমনকি ছাত্রীর দুটি কানের দুল , নাকফুল ও হাত ঘড়ি ছিনিয়ে নিয়েছিল।