
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার কাঁচেরকোল ইউপির সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা পুলিশকে জানায়, বিকেলে জুয়েল কাঁচেরকোল ইউপির কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়। বিক্রি শেষে বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল। এরপর দেখা মেলেনি। কিছুক্ষণ পর সাদেকপুর মাঠে চিৎকার শুনে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হয়।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত শেষে জানা যাবে।