আইনশৃঙ্খলা বাহিনী যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসব সারাদেশে সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। সর্বস্তরের মানুষ এই বাংলা নববর্ষের উৎসবে অংশ নিবেন। সার্বজনীন এই উৎসবকে ঘিরে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই সাথে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ ১৩ এপ্রিল ২০১৯ শনিবার বেলা ১১.৩০টায় রমনা বটমূল ও পার্ক কেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু পহেলা বৈশাখে রমনা পার্ক ও তার আশপাশ এলাকায় প্রচুর লোকের সমাগম হবে সেজন্য সম্মানিত নগরবাসীর নিরপত্তার স্বার্থে সমগ্র এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। অনুষ্ঠান স্থলে প্রবেশের পূর্বে আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। থাকবে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের নজরদারি। পর্যাপ্ত মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন থাকবে। তিনি বলেন, নিরাপত্তার সাথে পহেলা বৈশাখ উদযাপনে সকল ধরণে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার কোন ঝুঁকি নেই। তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির বড় অংশ। যদি কেউ উস্কানি দিয়ে নাশকতার চেষ্টা করলে, জনগনই তা প্রতিহত করবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ানো গুজব ও প্রপাগন্ডা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি ইউনিট।

বাংলা নববর্ষের নিরাপত্তা ব্রিফিংয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সোয়াট, বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড ইউনিটের সমন্বয়ে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।