ধলাই ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের দেয়া বিষে এক খামারির প্রায় চার শতাধিক লেয়ার মুরগি মারা গেছে। এতে ওই খামারির প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। মুরগিগুলো ডিম দিচ্ছিল।
সোমবার (৯ আগস্ট) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে দেলোয়ার হোসেনের মা-বাবার দোয়া মুরগির খামারে এ ঘটনা ঘটে।
সকালে ঘুম থেকে উঠে মুরগির খামারে এসে দেখেন খামারে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার দুই শতাধিক ডিম দেয়া মুরগি খামারে মরে পড়ে আছে। আরও দুই শতাধিক মুরগি বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এরপর সকাল থেকে দুপুরের মধ্যে সে মুরগিগুলোও মারা যায়।
দেলোয়ার হোসেন অভিযোগ করেন, গ্রামের মধ্যে মুরগির খামার করায় কয়েকজন বিভিন্ন সময় তাকে মারধর করেন। মারধরের পাশাপাশি গত ৩১ জুলাই রাতের আঁধারে বিষ প্রয়োগ করে তার দুই শতাধিক মুরগি মেরে ফেলেন। এ ঘটনায় তার দায়ের করা একটি অভিযোগ তাড়াশ থানায় তদন্তাধীন। তার ধারণা, পূর্বশত্রুতার জেরেই আবারো সোমবার রাতে বিষ প্রয়োগ করে তার চার শতাধিক মুরগি মেরে ফেলা হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ওই খামারির দায়ের করা মারপিটের একটি অভিযোগ তদন্তাধীন। সোমবার তার খামারে চার শতাধিক মুরগি মরার ঘটনা তিনি জানেন না। খামারি এ বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।