স্টাফ রিপোর্টার: আর মাত্র একদিন পরই বর্ণাঢ্য আয়োজন আর বিপুল উৎসাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের ১৮০ তম মহা রাসলীলা। মণিপুরি অধ্যুষিত জনপদ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু করে রাতভর জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হবে এ অনুষ্ঠান। রাসলীলা উৎসব উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে ওঠবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিঁববাজারের জোড়ামন্ডপ এলাকা। রাখাল নৃত্যের মাধ্যমে শুরু এ মহা রাসলীলার উৎসব। পাশাপাশি একই উপজেলার আদমপুরে মৈতৈই মণিপুরী সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও এ রাস উৎসব উদযাপন করবে মৈতৈই সম্প্রদায় লোকজন। অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা ১ মাস কাত্যায়ানী ব্রত শেষে বুধবার ভোররাত থেকে মাধবপুরের ধলই নদীর তীরে কাত্যায়ানী স্নান করতে হাজার হাজার ভক্তবৃন্দরা সমবেত হয়ে কাত্যায়ানী পূঁজা-আর্চনা আর মহা প্রসাদ বিতরণের মাধ্যমে এ মাসটাকে বিদায় জানাবে। প্রতি বছর ল²ীপূজার পরের পূর্ণিমা তিথিতে এই মহা রাসলীলা কাত্যায়ানী পুজা অনুষ্ঠিত হয়। কুয়াশাচ্ছন্ন রাত উপেক্ষা করে রাস উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (৯নভেম্বর) ঊষালগ্নে শেষ হবে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহা রাসলীলা।
উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হবে মণিপুরী জনপদ।