ধলাই ডেস্ক: মানিকগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৯ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) সকালে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রহুল আমিন ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন বলেন, শুক্রবার রাতে তেওতা থেকে আলোকদিয়াচর এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরছিলেন।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং চারজনকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বলেন, চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ জন জেলেকে আটক করা হয়।