ডেস্ক রিপোর্ট: বেনাপোলে দ্বিতীয়বারের মতো আমদানি নিষিদ্ধ ভায়াগ্রার বড় একটি চালান উদ্ধার করেছে কাস্টমস। ২১ মে আড়াই হাজার কেজি ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট’ নামের একটি কেমিক্যাল আমদানির এলসি খুলে ভারত থেকে ভায়াগ্রা আমদানি করেছে রাজধানীর মিটফোর্ড রোডের বায়েজিদ এন্টারপ্রাইজ। চালানটি উদ্ধারের পর পরীক্ষা করে ভায়াগ্রা বলে নিশ্চিত হওয়া গেছে।
কাস্টমস কমিশনার আরো বলেন, সিঅ্যান্ড এফ এজেন্ট শাইনিং শিপিং সার্ভিসেস’র সঙ্গে যোগাযোগ করে জানা গেছে চালানটির ঘোষিত মূল্য প্রায় ১২ কোটি টাকা। এটিই দেশে আমদানি করা ভায়াগ্রার সবচেয়ে বড় চালান। প্রথমবার দুইশ কেজি ভায়াগ্রা উদ্ধার করা হয়েছিলো।
সংবাদ সম্মেলনে কাস্টমসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, ডেপুটি কমিশনার মঈনুল ইসলাম, সহকারী কমিশনার দিপা রানী হালদারসহ বেনাপোল বন্দরের ব্যবসায়ী সংগঠন, বিজিবি, ফায়ারসার্ভিস, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।