কমলগঞ্জে গাজা ও মদসহ আটক-৯, বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
ফাইল ছবি

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি)ও নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের বিশেষ অভিযানে গাজা ও মদসহ ৯জনকে আটক করা হয়।

আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। গতকাল সোমবার (৫ আগষ্ট) দুপুর ১২টায় ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মসজিদ লাইন ও হরিনারায়নের দীঘি এলাকায় এ অভিযান পরিচারিত হয়।

নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর কার্যালয় সূত্রে জানা যায়, আকস্মিক বিশেষ াভিযানে কুমরা মসজিদ লাইন এলাকা থেকে মদসহ ৫ জনকে আটক করা হয়।

আর বাকি ৪ জনকে গাজাসহ হরি নারায়নের দীঘি এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহেল রানা, আব্দুল কাদির, রবীন্দ্র সিংহ, সুমন শব্দকর, বিপ্লব সাহা, অমিত সিংহ, দুলাল বাউরী, সুমন নায়েক ও স্মরণ পাশা। আটককৃতদের মাঝে সোহেল মিয়াকে ৩ দিনের কারাদন্ড, আব্দুর কাদিরকে ১০ দিনের কারাদন্ড, রবীন্দ্র সিংহকে ৫ দিনের কারাদন্ড, সুমন শব্দকরকে ৫ দিনের কারাদন্ড, বিপ্লব সাহাকে ২ দিনের কারাদন্ড, অমিত সিংহকে ২ দিনের কারাদন্ড, দুলাল বাউরীকে ১০ দিনের কারাদন্ড, সুমন নায়েককে ২ দিনের কারাদন্ড ও স্মরণ পাশাকে ২ দিনের কানাদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী মাদকসহ ৯ জনকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হবে।