স্টাফ রিপোর্টার: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে মারধোর ও নিযার্তন করার অভিযোগ উঠেছে। নিযার্তিত গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি গত ১৮ এপ্রিল রোববার বিকালে কমলগঞ্জ উপজেলার কেছুলুটি গ্রামে ঘটেছে। এ ঘটনায় গত বুধবার(২১ এপ্রিল) রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেছুলুটি গ্রামের নিযার্তিত গৃহবধু হেলেনা বেগম এর স্বামী ঢাকাস্থ কাজ করার সুবাদে তাহার ভাসুর মনু মিয়া বিভিন্ন সময়ে গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারিরীক ও মানসিকভাবে নিযার্তন করতেন। এক পযার্য়ে ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গত রোববার মনু মিয়া ও নিজাম মিয়া গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে মারপিট ও জখম করে কাপড়চোপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হেলেনা বেগম বলেন, আমার স্বামী ঢাকায় থাকার সুবাদে আমার ভাসুর ও নিজাম কয়েক মাস ধরে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। রাতের বেলাও তারা আমাকে উত্যক্ত করতো। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমাকে মারধোরসহ শ্লীলতাহানি ঘটায়। হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে অভিযোগ বিষয়ে মনু মিয়া বলেন, টিউবওয়েলের পানি পড়াকে কেন্দ্র করে আমার স্ত্রীর সাথে ভাইর বউ এর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আমি এবিষয়ে কিছুই জানি না। খারাপ লোকের সাথে চলাফেরা না করার জন্য ভাইর বউকে পরামর্শ দিলে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। নিজাম মিয়া বলেন, তিনি এবিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, অভিযোগের কপি আমার কাছে এসেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।