কমলগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: কমলগঞ্জের  কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ অভিযান পরিচালনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬আগষ্ট) সকাল ১১টায়  এসএমসি সভাপতি ও পৌর কাউন্সিলর জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় কুমার হাজরা।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ, সাাংবাদিক মোঃ আহাদ মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষার্থী,  শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভা শেষে সচেতনতামুলক সকলের অংশগ্রহণে বিদ্যালয়ের চারপাশে মশক নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠিত হয়।