কমলগঞ্জে পাহাড়ি এলাকায় পাহাড়িকা ট্রেনের চল্লিশ মিনিট

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
ফাইল ছবি

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকায় ২৯৬/৪৫ কিলোমিটার পিলারের নিকটে সিলেটগামী আন্তঃনগর ৭১৯ নং আপ ট্রেন আটকা পড়ে।

ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম ট্রাবল উইস পাইপ বিকল হওয়ায় কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটে। প্রায় ৪৫ মিনিট পর ট্রেনের ত্রুটি মেরামত করে ৫টা ৩৫ মিনিটে ভানুগাছ ষ্ট্রেশনে পৌঁছে।

আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব জনি সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি আটকা পড়েছিল। ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম মেরামত করে প্রায় ৪৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।