কমলগঞ্জে বিশ্ব নদী দিবসে র‌্যালি ও আলোচনাসভা

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব নদী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জনি খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুদকার, এনজিও প্রতিনিধি মো: নুরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় সহ-সভাপতি শাব্বীর এলাহী, উপজেলা স্কাউট সম্পাদক মো: মোশাহিদ আলী, সাংবাদিক প্রমূখ।