কমলগঞ্জে ভাঁঙ্গা পা নিয়ে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হলো ফাহিম

স্টাফ রিপোর্টার: ভাঁঙ্গা পা নিয়ে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থী ফাহিম মিয়া। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সমাপনী পরিক্ষায় অংশ গ্রহন করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ১নং লংগুরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শহীদ মিয়ার ছেলে ফাহিম মিয়া, পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই রাস্তার একটি গর্তে পড়ে পা ভাঁঙ্গে তার। কিন্তু প্রতিভা কে দামিয়ে রাখা যায়নি, তাই পা ভাঁঙ্গা নিয়েই পিতা মাতাকে সাথে যথা সময়ে বিজ্ঞান পরিক্ষায় অংশ গ্রহন করতে প্রাথমিক সমাপনী পরিক্ষার কেন্দ্র মাধবপুর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয় সে। তার পরিক্ষা দেয়ার আগ্রহ দেখে হল সুপার আলাদা ভাবে তার পরিক্ষার ব্যবস্হা করে দেন।