স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলার পতনউষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলা তথ্য অফিস এর আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” দুই দিনব্যাপী শিশু মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য। উদ্ধোধন শেষে পতনঊষার বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়। তবে আকষ্মিকভাবে মেলার স্থান পরিবর্তন নিয়ে এলাকার একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠ মৌলভীবাজারের সিনিয়ন ইস্টাকশন ম্যানেজার মেহেদি হাসানের সঞ্চালনায় মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ড. মো. আব্দুস শহীদ এম,পি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় তথ্য অফিস সিলেট এর উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, মৌলভীবাজারর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্চিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশ, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরুপ কুমার চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ইলিয়াছুর রহমান ও শিক্ষক আমিনুল ইসলাম প্রমূখ। ২দিন ব্যাপী শিশু মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১০টি স্টল অংশগ্রহণ করে। মেলার ১ম দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীসহ সুশীলসমাজ, সাংবাদিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ইউনিয়নের বিভিন্ন স্থান পরিবদর্শন শেষে শিশু মেলার ভেন্যু ইউনিয়নের শ্রীসূর্য্য রথেরটিলা মাঠে নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ প্রতিনিধি দল রথেরটিলা মাঠ ভেন্যু নির্বাচন করেন। পরে স্থানীয় চেয়ারম্যানে ফেসবুক আইডি থেকে রথেরটিলা মাঠে শিশু মেলার বিষয়ে একটি পোস্ট রাখেন। তবে তাৎক্ষনিক ভেন্যু পরিবর্তন হওয়ায় শ্রীসূর্য্য রথেরটিলা এলাকার মানিক মিয়া, আব্দুল খালিক ও রংধনু স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক বিমল দত্ত রিপন ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো ইউনিয়ন ঘুরে ইউএনও এবং চেয়ারম্যান রথেরটিলা মাঠ নির্বাচন করে দুই দিনের খেলা বন্ধ রাখতে বলেন এবং শিশু মেলার জন্য সকলের অংশগ্রহণেরও আহ্বান জানান। পরে দুদিন আগে চেয়ারম্যান এলাকার পরিবেশ ভালো নয় বলে স্থান পরিবর্তন করেন। এতে আমরা এলাকাবাসী ক্ষুব্ধ।
অভিযোগ বিষয়ে জেলা তথ্য অফিসের উপর দোষারূপ করে পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু বলেন, প্রথমে পতনঊষার উচ্চ বিদ্যালয় মাঠে শিশু মেলা হওয়ার কথা ছিল। তবে ইউএনও সাহেব শ্রীসূর্য্য রথেরটিলা মাঠ নির্বাচন করেন। হঠাৎ করে জেলা তথ্য অফিস ও শিশু বিষয়ক অধিদপ্তরের মৌলভীবাজারস্থ কর্মকর্তারা স্থান পরিবর্তন করেন। এতে এলাকার মানুষ আমাকে ভূল বুঝছেন। এখানে আমার কোন হাত নেই।