কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে অভিমান করে  সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর  ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন ওই গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের ৩ সন্তানের জননী সালাতুন বেগম স্বামী   কাসেম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে,  তাকে  মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ  করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ট করলে রোববার দিবাগত রাত দুই টায় পতিমধ্যে তার মুত্যু ঘটে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে, বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।