বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান প্রজন্মের মহানায়ক প্রসেনজিৎ চট্টপাধ্যায়। টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ তিনি। অনেকে বুম্বাদা বলেও ডাকেন। ৫৮ বছর বয়সেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন তিনি। এই করোনাকালে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘নিরন্তর’।
তবে সিনেমা হলে নয়, আজ ২৮ জুন দুপুর ৩টায় ‘জি বাংলা’তে মুক্তি পেতে যাচ্ছে ‘নিরন্তর’ সিনেমাটি। একই সঙ্গে ছবিটি দেখা যাবে জি ফাইভে। এই ছবিটি নির্মানের মধ্য দিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেন চন্দ্রাশিস রায়। এটি প্রযোজনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই।
ছবিটি বেশকিছু চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। কিছুদিন আগে দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছি। লকডাউনে জি বাংলা ও জি ফাইভে এটির প্রিমিয়ার হওয়ার সিদ্ধান্ত হয়।
আমি কাজ করতে করতেই দুরদর্শন, ভিসিআর, কেবেল এসেছে, হোম থিয়েটারও এসেছে। তবুও মানুষ কিন্তু সিনেমা দেখতে হলে যান। কারণ, ওটার ম্যাজিকটা অন্যরকম। আর এখন সিনেমার ব্যবসায়িক দিকটা বদলে যাচ্ছে। আমার মনে হয় বিনোদন জগত এতে লাভবানই হবে।