ছবি সংগৃহীত
ধলাই ডেস্ক: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বনানী এলাকায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, পূর্ণ কাজ করার পরও অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ। এছাড়া ওভারটাইমসহ বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে বনানীর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এই দাবিতে তারা গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ‘বিক্ষোভরত শ্রমিকরা তাদের গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কিছু শ্রমিক থানার সামনে আসলেও পরে চলে যায়।

