নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধী করোনা ভাইরাস কোভিড-১৯ এ যখন সারা বিশ্ব আক্রান্ত, রোগ প্রতিরোধ, প্রতিকার সরকারী সাহায্য নিরাপত্তা নিয়ে যখন সরকার প্রশাসন সাহায্য সংস্থা ব্যাতি ব্যস্ত, ঠিক তখন নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা না করে OWS Law ফার্মের ও ধলাইর ডাক টোয়েন্টি ফোর ডট কম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা ব্যারিস্টার জনাব ওয়াসিম আহমেদ ও তার সহধর্মীনি ডা: বুশরা মেহেদী দুজন মিলে উনাদের অফিস এর স্টাফ নিয়ে ঘরে থাকা অভাবী খাদ্য সংকটে থাকা মানুষগুলোর জন্য OWS Law-3209 ডেনফোর্থ এভিনিউ, ফার্মেসী রোডস্থ অফিস সম্মুখে চাল, ডাল, পিয়াজ, তেল, শুকনো রুটি, বিস্কিট, সহ নিত্য প্রয়োজনীয় সংসার কার্যে ব্যবহৃত জিনিসপত্র দিয়ে পরীক্ষামূলক ভাবে একটি টেবিল সাজিয়ে রাখেন যার যা প্রয়োজন সেটা নেয়ার জন্য।
সকালে এসে দেখেন টেবিলের সব খাবার গুলোই প্রায় শেষ। এর পর থেকে তিনি নীয়মিত ডা: বুশরার দেয়া তালিকা নিয়ে শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে গাড়ী চালিয়ে গিয়ে খাবারগুলো সংগ্রহ করে এনে দু’জন মিলে টেবিলে সাজিয়ে রেখে সরে যাচ্ছেন উনারা, যেন ভূক্তভোগীরা খাবার নিতে এসে তাদের দেখে লজ্জা না পায়।
ব্যারিস্টার ওয়াসিম তার ফেইসবোক পেইজে খাবার এর ছবি এবং অভিজ্ঞতা বর্ণনায় বলেন আমি অভিভূত দেখে, প্রথমে আমাদের এ আয়োজন কে কি ভাবে নেবে সেটা চিন্তা করছিলাম, কিন্তু প্রথমেই সেটা লক্ষ্য করলাম তা হলো মানুষ আসলেও ক্ষুদার্থ ও অভাবগ্রস্থ।
অসহায় শুধু যে বাঙালী বা এশিয়ান’রা এগুলো নিচ্ছেন তা না বেশ সাদা’রাও চুপিচুপি এসে প্রয়োজনীয় পেকেটটা টেবিল থেকে উঠিয়ে নিচ্ছেন আর সেটা তার আসলেই প্রয়োজন হয়তো তাই। তিনি যথেষ্ট সাড়া পাচ্ছেন লাইক, কমেন্ট, শেয়ার ও আর্থিক ভাবেও সহযোগীতার আশ্বাস পাচ্ছেন। অনেকের অভাবনীয় উৎসাহ সাড়া প্রদানে তিনি অভিভূত হয়ে প্রতিনিয়ত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার মত প্রকাশ করেন। সেই সাথে টরেন্টো শহরের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে টেবিলে খাবারের এ কার্যক্রম বিস্তার করে অসহায় ঘরবন্দী মানুষদের পাশে দাঁড়াতে চান।
তিনি সবার কাছে উধার্থ আহবান জনান যে, মাত্র $১০০-১৫০$ অনুদান একদিনের টেবিল খাবারের যথাযত ব্যবস্থা হয়ে যাবে। ব্যারিস্টার ওয়াসিমের এমন জনহীতকর কার্যক্রমে সে দেশের সরকার প্রধানদের সাহায্য সংস্থা থেকে ব্যক্তিগত ভাবে তার সাথে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান। তার প্রশংসা করা হয়েছে, তাকে অফিসে ডাকা হয়েছে এবং দু’টি টেলিভিশন চ্যানেলে তার এ মহতী উদ্যোগের ব্যাপারে ইন্টারভিউ নেয়া হয়েছে। চ্যানেলগুলো হচ্ছে টরেন্টো Ctv Today ও CP24 City news এ।