কাল থেকে রোজা সৌদিতে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

ডেস্ক নিউজ: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরু হচ্ছে সোমবার (৫ মে)। শনিবার (৪ মে) সৌদি ও আশপাশের কয়েকটি দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে হিজরি চলতি বর্ষের শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

সৌদির সরকারি প্রেস এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার (৫ মে) থেকে তারাবি শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে রোজা শুরু হবে মঙ্গলবার (০৭ মে)। আর তারাবি হবে সোমবার (০৬ মে)।

এর আগে সৌদি আরবের সুপ্রিমকোর্ট দেশের নাগরিক ও অধিবাসীদের শনিবার (০৪ মে) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পেলে নিকটতম আদালতকে জানানোর জন্যও বলা হয়েছে।