ডেস্ক রিপোর্ট: বন্যার পানি কমে গেলেও গাইবান্ধা জেলায় মৎস্য চাষী এবং মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের বন্যায় জেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা ৭৯ লাখ টাকা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বন্যায় জেলার ৭টি উপজেলার ৭ হাজার ৫০টি পুকুর ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৯০টি পুকুর এবং ৭৬০টি মৎস্য খামার রয়েছে। এসব খামার এবং পুকুরের সকল মাছ বন্যার পানিতে ভেসে যাওয়ায় সেগুলো মাছশূন্য হয়ে পড়েছে।
নতুন করে মাছের পোনা না ছাড়া পর্যন্ত এসব খামার ও পুকুর থেকে কোনো মাছ পাওয়ার সম্ভাবনা নেই।
বন্যায় মৎস্য খামারের ২ হাজার ৬০ মে. টন মাছ এবং ১ কোটি ১১ লাখ মাছের পোনা ভেসে গেছে। এছাড়া অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকা। সব মিলিয়ে মৎস্য খাতে সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা ৭৯ লাখ টাকা।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান জানান, বন্যায় ক্ষয়ক্ষতি নিরসনে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংকট নিরসনে মৎস্য চাষীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।