
ধলাই ডেস্ক: পাল্টাপাল্টি অভিযোগের পর একই পরিবারের তিনজনসহ চারজনকে গুলি করে হত্যার অভিযোগে বিজিবির ছয় সদস্যের বিরুদ্ধে মামলা নিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মামলা গ্রহণ নিয়ে নানা ধরনের টানাপোড়েনের পর শুক্রবার (০৬ মার্চ) রাত ৭টার দিকে একই পরিবারের তিনজনসহ চারজনকে হত্যার অভিযোগে বিজিবি সদস্যদের বিরুদ্ধে এ মামলা হয়। বিজিবির হাবিলদার মো. ইসহাক আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এ মামলা করেন বিজিবির গুলিতে নিহত মো. মফিজ মিয়ার ছেলে মানিক মিয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে মো. মফিজ মিয়াসহ অন্যদের মারধর, জখম ও সামনে থেকে গুলি করে চারজনকে হত্যা করেন বিজিবির হাবিলদার মো. ইসহাক আলীসহ বিজিবির অন্য সদস্যরা। গ্রামবাসীকে গুলি করার সময় বাধা দেন বিজিবি সদস্য শাওন খান। এ সময় তাকেও গুলি করে হত্যা করেন বিজিবির হাবিলদার মো. ইসহাক আলী।
গুলিতে নিহত মফিজ মিয়ার ছেলে মানিক মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিলদার ইসহাক মিয়াসহ বিজিবি সদস্যদের বিরুদ্ধে মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। পুলিশ মামলা না নেয়ায় বিক্ষুব্ধ হন সাধারণ মানুষ।
এর আগে মঙ্গলবার চান মিয়ার বাগানের চার টুকরা কাঁঠাল গাছ পরিবহনকালে মাটিরাঙ্গার গাজিনগরে বাধা দেয় বিজিবি। একসময় গাছগুলো বিজিবি নিজেদের ক্যাম্পে নিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে বিজিবি এলোপাতাড়ি গুলি চালায়।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আহাম্মদ আলীর শ্বশুর মো. মফিজ মিয়া। এ ঘটনায় মো. মফিজ মিয়ার ছেলে হানিফ মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: জাগো নিউজ