ডেস্ক নিউজ: মৌলভীবাজারের জুড়ির সাগরনাল বাঁশ মহাল ও অন্যান্য বনের ভেতরের বাঁশ ও সামাজিক বনায়নের গাছ চুরির হিড়িক পড়েছে।
উপজেলার সাগরনাল বন বিটের লক্ষ্মীছড়া, মনিপুরী টিলা ও কালা ছড়া এলাকায় সদ্য কেটে নেয়া ও পুরনো কাটা বেশ কয়েকটি গাছের গুড়া এবং কেটে রাখা কয়েকটি গাছ পড়ে থাকতে দেখা গেছে।
সাগরনাল বন বিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, গাছ কাটার ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন।