ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ১০টি ঝুট গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলের পাশে নিজাম উদ্দিনের টিনশেডের একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশের জসীম উদ্দিন, দেলোয়ার হোসেন ও সেলিম মিয়ারসহ ১০টি ঝুট ও কার্টুনের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয় জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন তাদের নিয়ন্ত্রণে আসে।
তিনি আর জানান, আগুনে গার্মেন্টের ঝুট, কার্টুন ও গুদাম ঘর পুড়ে গেছ। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন আশপাশের ঘর বাড়িতে ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।