ডেস্ক রিপোর্ট: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে শুক্রবার সকালে ট্রাকচাপায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
নিহত জয়দেব সরকার জেলার মাধবপুরের শ্যামপুর গ্রামে অমিত সরকারের ছেলে। আহতরা হলেন- খোকন সরকার ও জোসনা সরকার।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, সিলেট থেকে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জয়দেব ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের সঙ্গে থাকা দুই জন আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।