ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

ধলাই ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল ও হাজেরা খাতুন ও নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। তারা হলেন- বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯) ও আরিফ (২৭)।

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান,  দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভলস নামে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। তারা হলেন হাজেরা বেগম ও সাইফুল ইসলাম। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরিফ ও অজ্ঞাত এক নারী মারা যান। এ সময় আহত হয়েছেন আরো ১৮ জন। তাদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে এর মধ্যে দুজন নিহত হয়েছেন  আহত ১৮ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ২ জন।