
ধলাই ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, দেশের উন্নয়ন ও অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
শুক্রবার রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, হারুন-অর-রশিদ, নুরি বেলালসহ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।