দেশের এক অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির দুঃসংবাদ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের এক অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জানানো হয়েছে।

রোববার রাতে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে অস্থায়ীভাবে দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট অঞ্চলের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বর্জ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বাতাস প্রবাহিত হতে পারে। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ৬ টা ৭ মিনিটে। সূর্যাস্ত হবে ৬ টা ৮ মিনিটে। এছাড়া আগামী দুইদিন রাজধানীর আবহাওয়া সামান্য বৃদ্ধি পেতে পারে। তাছাড়া আগামী পাঁচদিন ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।