‘প্রথম দিনের পশুর বর্জ্য প্রায় শতভাগ অপসারণ হয়েছে’- সাঈদ খোকন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য সকাল ৬টা নাগাদ প্রায় শতভাগ অপসারণ করা হয়েছে।

এ ছাড়া যেসব এলাকার অলিগলিতে এখনও বর্জ্য রয়েছে তা অপসারণের জন্য হটলাইনে কল দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কল করলে আমাদের কর্মীরা অপসারণ করে দিয়ে আসবে।

মেয়র সাঈদ খোকন জানান, ইজারা দেওয়া ১৭টি হাটের মধ্যে ১৪টির বর্জ্য অপসারণ করা শেষ হয়েছে। কিছু হাটে এখনও ইজারাদারেরা ট্রাক রেখেছেন। যেসব হাটে ইজারাদারেরা অসহযোগিতা করেছেন তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।