প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৯

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমের ওমের সেলিম ওমর।

বৃহস্পতিবার সকালে গণভবনে এই সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানান।

দুদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামীতে এই সম্পর্ক আরো দৃঢ হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রেসসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।