বর্ষবরণে ১০ সংগঠন

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

মৌলভীবাজারে বাংলা নতুন বছরকে বরণ করতে ‘বাঙলার উৎসব উদযাপন’ আয়োজন করেছে ১০টি সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার বিকেলে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার চেয়ে আয়োজন শুরু হয়।

দুই দিন ব্যাপী এ আয়োজনে রয়েছে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী গান, নাচ, উপজাতীয় পরিবেশনা। এছাড়া রয়েছে আবাহন ও মঙ্গল শোভাযাত্রা।

এতে অংশ নিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী, ধ্রুবতারা ললিতকলা একাডেমি, সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ, সুরলোক, আনন্দধ্বনি, নুপুর নিক্কন, খেলাঘর আসর, গান পাঠশালা।

মৌলভীবাজার উদীচীর সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, বছরের শেষ দিনে সব দুঃখ-জরা ধুয়ে মুছে নতুন বছরে নতুন সূর্যদয়ের অপেক্ষা।

সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠের পরিচালক প্রদীপ চন্দ্র নাহা বলেন, নতুন বছরে দেশ থেকে সব অপশক্তি দূর হোক মুক্ত হোক। ঘরে ঘরে বয়ে যাক শান্তির সুবাতাস।