বাংলাদেশ অংশে মাছ শিকার, ৩১ ভারতীয় জেলে আটক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরও জানায়, ভারতীয় জেলেরা কোস্ট গার্ডের জাহাজ দেখামাত্র দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোস্ট গার্ডের জাহাজ মনসুর ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

বঙ্গোপসাগর থেকে আটক করা এ ট্রলার ও জেলেদের বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরর আনা হয়। পরে বিকেলে মোংলা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে কোস্ট গার্ড।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুণ্ঠন আইনে মামলা দিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।