ধলাই ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তা থেকে এক হাজার ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় সজল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত সজল হোসেন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার সাপটিবাড়ী বিসিক শিল্পনগরীর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটের দিকে বাদাম নিয়ে যাওয়া একটি ট্রাককে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে বাদামের বস্তার ভেতর থেকে এক হাজার ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় সজল হোসেনকে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।