
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে বাবার করা মামলায় পুত্রবধূসহ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার বিলগলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- একই গ্রামের সখিমুদ্দিনের ছেলে ২৭ বছর বয়সী তুহিন ও তার পুত্রবধূ ২০ বছরের মানিয়া আকতার।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা করেন সখিমুদ্দিন। পরোয়ানাভুক্ত হওয়ায় বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুহিন ও তার স্ত্রী মানিয়াকে গ্রেফতার করে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান বলেন, গ্রেফতার তুহিন ও মানিয়াকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক।