বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় যুক্ত হচ্ছে ‘বাঁশি’

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ললিত কলা অনুষদের সংগীত বিভাগগুলোতে বাঁশিকে একটি সাবজেক্ট (বিষয়) হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নুর ই আলম সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ললিত কলা অনুষদের সংগীত বিভাগে বাঁশিকে সাবজেক্ট (বিষয়) হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে বিবেচনাপূর্বক বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ওই আবেদনের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দীপু মনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে নির্দেশ দেন। তার প্রেক্ষিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ললিত কলা অনুষদে বাঁশি বিষয়টি অন্তর্ভূক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।