
ধলাই ডেস্ক: রাজধানীর রামপুরার বনশ্রীতে একটি ভবনের ৯ তলায় কাজের বুয়া পরিচয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ফেসবুকে ঘুরছে ভিডিওটি। তবে চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।
রাভি রায় নামে বনশ্রীর ই-ব্লকের ওই বাড়ির বাসিন্দা ফেসবুকে লেখেন, ‘আমার বাসায় বিকেলে ঘর মোছার কাজ করবে বলে তিনজন মহিলা কাজের লোক পরিচয়ে বাসার ৯ তলায় আমার ফ্ল্যাটে ওঠে। বাসায় তখন শুধু আমার স্ত্রী ও আমাদের কাজের বুয়া ছিল। আগত তিনজনের দুজন আমার স্ত্রী ও বুয়াকে নানা কাজে ব্যস্ত রাখে, আর অন্যজন আমার বেডরুমে ঢুকে, ড্রয়ার ভেঙে স্বর্ণের কানের দুল, আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো নিয়ে যায়।’
তিনি বলেন, ‘আমার বাসার দারোয়ান না বুঝেই ওই তিন মহিলাকে উপরে আসতে দেয়। আমার স্ত্রী তাদের বাসায় ঢুকতে না দিতে চাইলেও তারা অনেক জোড়াজুড়ি করায় আর সে বোকার মতো ওদের উপরে নিয়ে আসে, ঘরে ঢুকতে দেয় এবং ওদের চোখের সামনে না রেখে নিজের কাজে ব্যস্ত ছিল। আমি অসতর্কতার জন্য ধরা খাইছি, আপনারা সাবধান হোন।
এদিকে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই-বনশ্রী বিট) লুৎফরকে ফোন দেয়া হলে তিনি জানান, গতকাল (সোমবার) আমি ছুটিতে ছিলাম, তবে এ সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।
সোমবার লুৎফরের জায়গায় বনশ্রীতে ডিউটি করেছিলেন রামপুরা থানার আরেক এএসআই নাসির উদ্দীন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ পুলিশকে ইনফর্ম করেনি।
এ দিকে রামপুরা বনশ্রী ই-ব্লকের একটি অংশ খিলগাঁও থানার সীমানার ভেতরেও পড়ে। তবে খিলগাঁও থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ফারুক এবং এসআই নেছারউদ্দীন জানান, তারা এ ধরনের কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি।
সূত্র: জাগো নিউজ